ফুল ছড়িয়ে ঝাড়গ্রামে স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে অভিনন্দন জানালো ঝাড়গ্রামের বাসিন্দারা

ফুল ছড়িয়ে ঝাড়গ্রামে স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে অভিনন্দন জানালো ঝাড়গ্রামের বাসিন্দারা
আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: রবিবার থেকে চালু হলো রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ওই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। রবিবার সন্ধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঝাড়গ্রাম স্টেশনে এসে দাঁড়ায়। ফুল ছড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কে অভিনন্দন জানায় ঝাড়গ্রামের বাসিন্দারা। ফ্ল্যাগ নাড়িয়ে খড়গপুর এর দিকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কে যাওয়ার সবুজ সংকেত দেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা।ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম বলেন ভবিষ্যতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ দেবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ঝাড়গ্রামে না থাকায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু বলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া জেলার কোটশিলা ও পুরুলিয়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ করে নিয়েছেন। কিন্তু ঝাড়গ্রামের সাংসদ তা করতে পারলেন না । ঝাড়গ্রাম একটি পর্যটনের কেন্দ্র, যেখানে বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ বেড়াতে আসেন। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ঝাড়গ্রাম স্টেশনে হলে পর্যটকরা বিশেষভাবে উপকৃত হতেন এবং ঝাড়্গ্রামে পর্যটনের আরো প্রসার ঘটতো। বিজেপি নেতারা মুখে বড় বড় কথা বলে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে চুপ করে রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ না থাকায় ঝাড়গ্রামের ব্যবসায়ী থেকে সর্বস্তরের মানুষ রেলের সিদ্ধান্তে খুশি নয় । তাই বিষয়টি ঝাড়গ্রাম এর সর্বস্তরের মানুষ রেল কর্তৃপক্ষকে খতিয়ে দেখার জন্য জানিয়েছেন।


