পুরুলিয়ার উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি

পুরুলিয়ার উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
গোপন সূত্রে খবর পেয়ে লরি ভর্তি নিষিদ্ধ বাজি আটক করল পুরুলিয়ার সদর থানার পুলিশ। বুধবার রাত্রে ৪০৭ গাড়ি ঝাড়খণ্ডের রাঁচি দিক থেকে পুরুলিয়া দিকে আসছিল। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং চালানোর সময় দেখা যায় বিভিন্ন আকারের বক্সে বাজি ভর্তি করে নিয়ে আসা হচ্ছে। তৎক্ষণাৎ গাড়িটিকে আটক করে পুরুলিয়া সদর থানায় নিয়ে আসে। গ্রেফতার করা হয় চালককে। তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেপাজত হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত লরির চালকের নাম তিতির রায়। ৩৪ বছর বয়সী এই যুবক বিহারের চাদওয়ারা গ্রামের বাসিন্দা। রাঁচি থেকে প্রায় লক্ষাধিক টাকার উপরে নিষিদ্ধ বাজি লরিতে করে নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ পুরুলিয়া-রাচি রোডের উপরে জর্জ বাংলোর কাছে নাকা চেকিং শুরু করার সময় আটক করা হয়। পুজোর আগে এই নিষিদ্ধ বাজি আটক করার ফলে পুরুলিয়া শহর সহ জেলার মানুষ খানিকটা শব্দ দূষণ থেকে কিছুটা রেহাই পাবে।


