বার বার আইসিসি ট্রফি হচ্ছে অধরা ভারতের, কেন?

বার বার আইসিসি ট্রফি হচ্ছে অধরা ভারতের, কেন?
20 Nov 2023, 11:15 PM

বার বার আইসিসি ট্রফি হচ্ছে অধরা ভারতের, কেন?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, সেই শেষ। তার পর থেকে প্রতিটি আইসিসি ইভেন্টে সেমিফাইনাল বা ফাইনালে উঠেই হারতে হয়েছে ভারতকে। দক্ষিণ আফ্রিকার মতোই ভারতও যেন বিশ্ব ক্রিকেটের নতুন চোকার্স।

২০১৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও শ্রীলঙ্কার কাছে হারতে হয়।২০১৫ সালে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হারতে হয়েছি‌ল ধোনির ভারতকে।

২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কাপ অভিযা‌ন শেষ করে ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে  পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হেয়েছিল ভারতকে।২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত-নিউজিল্যান্ড। কিন্তু ট্রফি অধরাই থাকে।

কিন্তু কেন বার বার এমনটা হচ্ছে? এমন নয় যে এই প্রতিটি ক্ষেত্রে গ্রুপ পর্বে ভারত খারাপ খেলেছে। বরং প্রতি বার গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে তারা। চলতি বছর টানা ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। তা হলে কেন গুরুত্বপূর্ণ ম্যাচে গিয়ে খেই হারিয়ে ফেলছে তারা? শুধুই কি চাপ? না কি নেপথ্যে অন্য কোনও কারণও আছে?আইসিসির ট্রফিতে পারফরম্যান্স নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে কোচ দ্রাবিড় বলেন, ‘শুধু মাত্র আইসিসি ট্রফি দিয়ে এই দলটার মূল্যায়ণ করা ঠিক হবে ‌না। বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে এই ছেলেরা। আমি দলের সঙ্গে দুই বছর আছি এটা আমার তিন ‌নম্বর ট্রফি।’

Mailing List