বারবার হাত ধুয়ে এবং স্যানিটাইজড করে হাতের হাল বেহাল? মেনে চলুন এই টিপস গুলি

বারবার হাত ধুয়ে এবং স্যানিটাইজড করে হাতের হাল বেহাল? মেনে চলুন এই টিপস গুলি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দীর্ঘ দু বছর আমাদের জীবন যাত্রায় বেশ কিছু পরিবর্তন এসেছে। যার মধ্যে একটি হলো হাত ধোয়া বা তা স্যানিটাইজড করার প্রবণতা। সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করতে বারংবার হাত পরিষ্কার রাখার কথা বলছেন ডাক্তাররা। তবে সব সময় হাত ধোয়ার পরিস্থিতি তে আমরা থাকি না। সে সব ক্ষেত্রে কাজে আসে স্যানিটাইজেশন পক্রিয়া।
ফলত ঘনঘন স্যানিটাইজারের ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোওয়ার ফলে অনেকেরই হাতের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। যার ফলে হারিয়ে যাচ্ছে ত্বকের স্বাভাবিক কোমলতা এবং ক্রমশই খসখসে হয়ে উঠেছে আমাদের হাতের ত্বক। এমন পরিস্থিতিতে অনেকেই ভেবে পান না কি করে আবার পুনরায় ফিরিয়ে আনবেন ত্বকের কোমলতা ?
হাতের কোমল ত্বক ফিরে পেতে মেনে চলুন এই কয়েকটি টিপস -
সাবান ও জল দিয়ে হাত ধোওয়ার জন্য লিক্যুইড সোপ বা ক্রিম বেসড সাবান ব্যবহার করতে পারেন। সাধারণ সাবান ব্যবহারের তুলনায় এতে আপনার ত্বকের ক্ষতি খুব কম হয়।
বাইরে বেরোলে হাতে গ্লাভস পরে থাকুন, তাহলে একটু হলেও আপনাকে কম স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তাছাড়া, সরাসরি হাতের মধ্যে স্যানিটাইজার কম লাগবে।
হাতে তেল লাগান আমন্ড, অলিভ, কিংবা সাধারণ নারকেল তেলও মাখতে পারেন হাতে। তবে খুব বেশি পরিমাণে লাগাবেন না। তাহলে হাত চটচট করবে।
হাতে ময়শ্চারাইজার বা ক্রিম লাগানোর অভ্যাস করুন। ত্বক শুষ্ক-রুক্ষ লাগলে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। এছাড়াও, আপনার ত্বক অনুযায়ী বিভিন্ন ধরেনর ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।



