সুশীল ধাড়াকে মনে পড়ে? তাম্রলিপ্ত জাতীয় সরকারের যুদ্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি

সুশীল ধাড়াকে মনে পড়ে? তাম্রলিপ্ত জাতীয় সরকারের যুদ্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি
28 Jan 2023, 01:15 PM

সুশীল ধাড়াকে মনে পড়ে? তাম্রলিপ্ত জাতীয় সরকারের যুদ্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ১৯১১ সালের ২রা মার্চ অবিভক্ত মেদিনীপুর জেলার মহিষাদলের টিকারামপুরে সুশীল কুমার ধাড়া জন্মগ্রহণ করেছিলেন। স্কুলে পড়ার সময় থেকেই তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত। ভারত ছাড়ো আন্দোলনের সময় গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকারের যুদ্ধ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তমলুকের এই সমান্তরাল সরকারের "বিদ্যুৎ বাহিনী" নামক সশস্ত্র সেনাদলের সর্বাধিনায়কও ছিলেন সুশীল ধাড়া। এছাড়াও তৈরী করেছিলেন 'ভগিনী-বাহিনী'।

১৯৪৪ সালে ব্রিটিশ সরকার সুশীল ধাড়াকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দেওয়ার জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। ব্রিটিশ আমলে তিনি বারো বছর চার মাস জেল খেটেছিলেন। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ থেকে একাধিক নির্বাচনে জয়ী হন সুশীল ধাড়া। ১৯৬২, ১৯৬৭ ও ১৯৬৯ সালে তিনি মহিষাদল কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন এবং রাজ্য মন্ত্রীসভায় মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। ১৯৭৭ সালে তমলুক কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন সুশীল ধাড়া। শেষ বয়সে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে পুরোপুরি সমাজসেবায় আত্মনিয়োগ করেন তিনি। ২০১১ সালের আজকের দিনেই (২৮শে জানুয়ারী) তাঁর মৃত্যু হয়। মৃত্যু দিনে শ্রদ্ধার্ঘ জানালো মেদিনীপুর ডট ইন। সংস্থার কর্ণধার অরিন্দম ভৌমিক জেলার প্রতিটি বিষয়কে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করেন। এক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি।

Mailing List