আত্মীয় বাড়িতে এসে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার পুরুলিয়ার উসিড় গ্রামের কুয়ো থেকে

18 Oct 2022, 07:05 PM
আত্মীয় বাড়িতে এসে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার পুরুলিয়ার উসিড় গ্রামের কুয়ো থেকে
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
মঙ্গলবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত উসিড় গ্রামের একটি কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বরোনাথ হাঁসদা (৫১)। বাড়ি পুরুলিয়ার কাশীপুর থানার পারাশোল গ্রামে। কয়েকদিন আগে তিনি রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত উসিড় গ্রামের আত্মীয়বাড়িতে এসেছিলেন। রবিবার থেকে সে নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার বিকেলে উসিড় গ্রামের একটি কুয়োর মধ্যে তার দেহ ভাসতে দেখে পুলিশে খবর জানালে সাঁওতালডিহি থানার অধীনস্ত ভোজুডি বিসিডাব্লুর পুলিশ ফাঁড়ির পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


