Relationship Tips: টক্সিক সম্পর্ক চিনবেন কীভাবে

Relationship Tips: টক্সিক সম্পর্ক চিনবেন কীভাবে
21 Sep 2023, 08:45 PM

Relationship Tips: টক্সিক সম্পর্ক চিনবেন কীভাবে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ সম্পর্কে অশান্তি হতেই পারে। নিয়মিত হতে পারে ঝগড়াঝাঁটি। তবু সম্পর্কের বাঁধন পোক্ত করে রাখে একে অন্যের প্রতি ভালবাসা, বিশ্বাস আর পারস্পরিক সম্মান। তবে বুঝে এবং মেনে নেওয়া ভাল, আপনি রয়েছেন টক্সিক বা বিষাক্ত সম্পর্কে। যা থেকে বেরিয়ে আসা আপনার শরীর-মন দুয়ের জন্যই মঙ্গলের।

কী দেখে বুঝবেন আপনার সম্পর্ক ভালবাসার বদলে বিষে মোড়া? রইল টক্সিক (Toxic)সম্পর্ক চিনে নেওয়ার কিছু লক্ষণের হদিশ।

• আপনার সঙ্গী যদি আপনাকে অসম্মান করতে শুরু করেন, কারণে-অকারণে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য বা অপমান করতে থাকেন কিংবা সকলের সামনে আপনাকে ছোট করেন।

• আপনার সঙ্গী যদি সর্বক্ষণ আপনাকে সন্দেহ করেন এবং আপনার কাজেকর্মে নজরদারি চালান।

• আপনার সঙ্গী যদি জনসমক্ষে কখনওই আপনাদের সম্পর্ক স্বীকার করতে না চান এবং নিজেকে সিঙ্গল বলে দাবি করেন।

• আপনার সঙ্গী যদি হিংসাত্মক হয়ে ওঠেন এবং আপনাকে শারীরিক বা যৌন নিগ্রহ করেন।

• আপনার সঙ্গী যদি আপনাকে এবং আপনার জীবনের সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চান।

• আপনি যদি আপনার সঙ্গীর (partner)আচরণে নিত্য আঘাত পাওয়া সত্ত্বেও সম্পর্ক টিকিয়ে রাখেন, কিংবা সম্পর্ক নিয়ে অখুশি বা আগ্রহ হারিয়ে ফেলেন।

• আপনারা দু’জনে বা যে কোনও এক জন যদি সম্পর্ক ভাল রাখতে বা টিকিয়ে রাখতে কোনও রকম চেষ্টা না করেন।

• আপনারা যদি একে অন্যকে মিথ্যে বলা শুরু করেন, সে যত তুচ্ছ বিষয়েই হোক না কেন।

Mailing List