Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪২ / বেনেবউ

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪২ / বেনেবউ
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৪২
বেনেবউ
রেহান কৌশিক
মাথায়-গলায়-বুকে এবং লেজে কালোর ছোপ
লুকোয় এরা দেখতে পেলেই সবুজ-পাতার ঝোপ।
অতি-উজ্জ্বল হলুদ শরীর, টুকটুকে লাল চোখ
বলে যেন গৃহস্থকে, তোমার 'খোকা হোক।'
বাসা বানায় গাছের ডালে, বাসাটি অদ্ভুত
উড়লে হঠাৎ ঠিক মনে হয় সোনালি বিদ্যুৎ।
স্বভাব-লাজুক এই পাখিদের ঝগড়াতে মনে নেই
উঠবে ন'ড়ে গোলাপি ঠোঁট, দেখবে খাবার যেই।
# ইংরেজি নাম # Black-hooded Oriole
# হিন্দি নাম # পিলক, জাডক
# বিজ্ঞানসন্মত নাম # Oriolus xanthornus
# অন্যান্য জ্ঞাতি # Indian Golden Oriole, Black-headed Oriole, Dark-throated Oriole, Black-and-crimson Oriole, Olive-backed Oriole, Green Oriole, Black-winged Oriole, Silver Oriole, Yellow Oriole, Green-headed Oriole, Brown Oriole, Ethiopian Oriole
# মাথা, ডানার কিছু অংশ ও লেজ কালো। বাকি শরীর উজ্জ্বল সোনালি-হলুদ। ঠোঁট গোলাপি। চোখ টুকটুকে লাল। শুকনো ঘাস, পাতা দিয়ে গোলাকার কাপের মতো বাসা বানায়। বাসা বানাতে সুতোর মতো ব্যবহার করে মাকড়সার জাল। স্বভাবে নিরীহ, লাজুক। এরা হলদে পাখি ও কুটুম পাখি নামেও পরিচিত।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুই থেকে তিনটি ডিম পাড়ে। রং গোলাপি-সাদা। তাতে কালো ও লালচে-বাদামির ছিটে লক্ষ্য করা যায়।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


