Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪০ / বাবুনাই

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪০ / বাবুনাই
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৪০
বাবুনাই
রেহান কৌশিক
টুং টাং, টুং টাং ঘণ্টাধ্বনির সুর তুলেছে শোনো
পুরুষ পাখির কণ্ঠ মধুর, সন্দেহ নেই কোনো।
ফুলের মধু খেতে গিয়ে পরাগমিলন ঘটায়
পোকার খোঁজেও বনবাদাড়ে তল্লাশি সে চালায়।
ছোট্টো পাখির ছোট্টো বাসা ডালের ফাঁকে দোলে
দল পাকিয়ে ঘুরে বেড়ায় বাগানে-জঙ্গলে।
ডিমের সংখ্যা দুই থেকে তিন, রংটি ফিকে-নীল
ডিমের গায়ে দাগ থাকে না, এক ফোঁটা এক তিল।
# ইংরেজি নাম # Oriental White-eye
# হিন্দি নাম # বাবুনা
# বিজ্ঞানসন্মত নাম # Zosterops palpebrosus
# অন্যান্য জ্ঞাতি # Ashy-bellied White-eye, Black-capped White-eye, Chestnut-flanked White-eye, Javan White-eye, Warbling White-eye, Lemon-bellied White-eye, Cape White-eye, Black-crowned White-eye, Lowland White-eye, Yellow-ringed White-eye
# লেজ ছোটো, চৌকো। গায়ের রং সবুজাভ-হলুদ এবং উজ্জ্বল হলুদ মেশানো। ঠোঁট সরু, তীক্ষ্ণ ও সামান্য বাঁকানো। এদের 'চশমা পাখি'ও বলা হয়। কারণ, এদের চোখের চারদিকে গোলাকার সাদা রংয়ের বেষ্টনী দেখা যায়। তন্তু দিয়ে বানানো বাসায় এরা মাকড়সার জালের প্রলেপ দেয়। বাসাটি দেখতে ছোটো মাপের ওরিওলের বাসার মতো। পাঁচ থেকে কুড়িটি বা তারও চেয়ে বেশি দলে এদের ঘুরতে দেখা যায়। উড়তে উড়তে কিচিরমিচির শব্দ করে। পুরুষ পাখিরাই বাসা বাঁধার সময় 'টুং টাং' ঘণ্টাধ্বনির সুরে গান করে। প্রধানত এপ্রিল থেকে জুলাই হল এদের বাসা বাঁধার সময়।
# ডিমের রং ফিকে-নীল হলেও, কখনো কখনো ডিমের চওড়া অংশের দিকে নীল একটু বেশি গাঢ়। ডিমের গায়ে কোনো দাগ থাকে না।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


