রেহান কৌশিকের কবিতা প্রলাপ-লিখন এবং শর্ত

রেহান কৌশিকের কবিতা প্রলাপ-লিখন এবং শর্ত
রেহান কৌশিক
প্রলাপ-লিখন
বলো--- ভালোবাসি আজও। নদীজলে চেয়েছি তোমাকে।
বলো--- সঙ্গহারা এ-শহর
বাঁশি হাতে অভিসারে ডাকে...
বলো--- গাছ হয়ে আছি। বৃষ্টি আসে, উড়ে আসে পাখি।
বলো--- রাত্রি ঘন হয়ে এলে
দেহে জ্বালি সহস্র জোনাকি...
বলো--- ছদ্মবেশ নয়। রাস্তা খুঁজি তোমাকে ডাকার।
বলো--- প্রতিজন্মে তোমাকেই
দিতে চাই স্পর্শ-অধিকার।
বলো--- তুমি দাঁড়াবে কি? নদীঘাটে, রাখাল কানাই?
বলো--- এ জন্মে বাঁশরি নয়,
চিতা ছুঁয়ে পুড়ে হব ছাই...
২
এরপর স্তব্ধ হল সব।
বন্ধ হল এ-জন্মের প্রলাপ-লিখন।
৩
দ্যাখো--- ওই চিতাভষ্মে ভেসে যাচ্ছে সামান্য দু-জন!
...........
শর্ত
ছাই ও আগুন দিয়ে গাঁথা আছে কবিজন্ম এই
পা বাড়ালেই অন্ধকার, অতলের খাদ
সহ্য, শুধু সহ্য করে যাওয়া
মানুষের ক্ষত আর খিদে দেখে দেখে
জেগে ওঠে ক্রোধ, আর্তনাদ...
কবিও অভুক্ত আছে। সারাদিন শস্য খোঁজে, শস্য কতদূর?
শস্যের অধিকার সে নিতে চায় নিজের দু'হাতে।
যেদিন শস্যের কণা ছুঁতে পাবে অনাথ-আতুর
কবিও আসন পেতে অন্ন নেবে নিজের থালাতে!
...........


