রেহান কৌশিকের কবিতা, কিছু মনে করবেন না স্যর

রেহান কৌশিকের কবিতা, কিছু মনে করবেন না স্যর
রেহান কৌশিক
গল্প
সরল রোদের পাশে ঝুঁকে আছে সহজ শালিক।
বাস্তু থেকে খুঁটে নিচ্ছে আয়ু
ছায়াময় গল্প অতীতের...
তা নিক, তা নিক।
কেউ কেউ বাস্তু হয়, সময়ের স্রোতে।
তাদের শালিক ফিরে আসে
কোনো জন্মে, গল্প সব তুলে নিতে ঠোঁটে।
.........
ফসল
ধাবমান জলের দিকেই
হেঁটে যাই প্রতিদিন সকলে, প্রত্যেকে।
এ ভ্রমণ অনিবার্য পাঠ
যে সময় দাঁড়িয়েছ একাকী, প্রথম
আলোর সুগন্ধ ছুঁয়ে জলভূমি থেকে...
ফেরাও তো থাকে সেই জলের কাছেই
থাকে সব ভেসে-যাওয়া অন্তহীন জলের দিকেই!
মিশে যায় চিতাভষ্ম গতির ভিতর একা স্থির হবে বলে
প্রগাঢ় ঘূর্ণির দেশে ফিরে পাবে নিজের নিশ্চল!
গতির ভিতর থাকে স্থিরতার প্রিয় জন্মঘর
স্থিরতার অন্তর্গতে শুয়ে থাকে গতির মর্মর...
এই সূত্র খুঁজে পায় সেই
চিনেছে যে বেঁচে থাকা, আয়ুর প্রকৃত সত্য জলের ফসল...
.............
কিছু মনে করবেন না, স্যর
গণিকা-পল্লির অন্ধকার
মুখে মেখে বসে আছে দেশ।
যেন আর ত্রাণ নেই কোনো
নেই কোনো যুক্তির আবেশ!
গাঁথা হল ইঁট। ধর্ম নয়
সংহারের শুদ্ধ আয়োজন,
কেড়ে নিতে এই অন্ধদেশে
ন্যায়জাত সামান্য স্পন্দন!
সংবিধান নিরুপায় পাখি?
ডানা থেকে এক-এক করে
ছিঁড়ে নিয়ে সকল পালক
দেশ দেবে অট্টহাস্যে ভরে?
হাসি ওঠে। হাওয়া কাঁপে, দেখি।
তালি দেয় উলঙ্গ-জনতা।
কেউ-কেউ নগ্ন-দেশে খোঁজে
সুবিধের প্রগাঢ় স্তব্ধতা।
বিপরীত স্বর তুলে নিয়ে
ভেবেছেন, পৃথক-রকম?
সব দিকে সবদেশে, জানি
গ্যালিলিও চিরকাল কম।
কিছু মনে করবেন না, স্যর।
.............


