Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৭/ লাল মুনিয়া

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৭/ লাল মুনিয়া
29 Nov 2022, 09:30 AM

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৭/ লাল মুনিয়া

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক ৪৭

লাল মুনিয়া

রেহান কৌশিক

 

একলা থাকা অভ্যাসে নেই, ওড়ে মস্ত ঝাঁকে

বলের মতো বানায় বাসা নিচু ঝোপের ফাঁকে।

 

ছোটোখাটো শরীরখানা চড়ুই পাখির চেয়ে

পোকামাকড় দেখতে পেলে তক্ষুনি যায় ধেয়ে।

 

শস্যদানার প্রতিও যে গভীর এদের প্রীতি

রংটি ঠোঁটের রক্তাভ-লাল, লেজটি গোলাকৃতি।

 

'টিই-ই টিই-ই' শব্দে ডাকে, শিসটি দারুণ মিঠে

জায়গা খোঁজে বসবাসের জলার কাছেপিঠে।

 

 # ইংরেজি নাম # Red Munia

# হিন্দি নাম # লাল মুনিয়া

# বিজ্ঞানসন্মত নাম # Amandava amandava

# অন্যান্য জ্ঞাতি # Spotted Munia, White-throated Munia, White-backed Munia, Chestnut-breasted Munia, Javan Munia, White-headed Munia

# সহজে পোষ মানে। তিরিশ থেকে বত্রিশ রকমের মুনিয়ার সন্ধান পাওয়া গেছে। স্বভাবে শান্তশিষ্ট। মস্ত বড়ো ঝাঁকে এরা ঘোরাফেরা করে। এক ঝাঁক উড়ন্ত লালমুনিয়ার সম্মিলিত ডাক অনেকসময় রুপোর নূপুরের শব্দের কথা মনে করিয়ে দেয়। 

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে চার থেকে সাতটি ডিম পাড়ে। রং সাদা।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।

 (চলবে..)

Mailing List