ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ৩৫/ বটের

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ৩৫/ বটের
17 Nov 2022, 08:55 AM

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ৩৫/ বটের

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক ৩৫

বটের

রেহান কৌশিক

 

গড়ন হল গোলগাল আর, স্বভাবে নয় মন্দ

'হু-ইচ, হু-ইচ' শিসটি এদের কণ্ঠে প্রাণবন্ত।

 

দৌড়নোতে দক্ষ যত, ওড়ায় তত নয়

অল্প উড়ে লুকোয় ঝোপে, যখন লাগে ভয়।

 

বানায় বাসা ঘাসের ঝোপে, কিংবা ফসল খেতে

ডিম তো পাড়ে ছয় থেকে আট বাসার আড়ালেতে।

 

শস্যদানা, ঘাসের বীজই এদের প্রধান আহার

নরম গোছের পোকা পেলেও করতে পারে সাবাড়।

 

# ইংরেজি নাম #  Rain Quail

# হিন্দি নাম #  চঁনক

# বিজ্ঞানসন্মত নাম # Coturnix coromandelica

# অন্যান্য জ্ঞাতি # Grey Quail, Jungle-bush Quail, Rock-bush Quail

# দেহ বাদামি-খয়েরি পালকে ঢাকা। পিঠে হালকা কালোর ছোপ। পুরুষ পাখির বুক থেকে পেটের মাঝামাঝি পর্যন্ত কালো। স্ত্রী পাখিদের অবশ্য কালো রং থাকে না।

# ডিমের রং ফিকে হলুদ। তাতে সামান্য বাদামির ছোপ দেখা যায়।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, উত্তর মায়ানমার এবং কখনো শীতের অতিথি হিসাবে শ্রীলঙ্কাতে।

Mailing List