ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩৩ / ফুলচুষি

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩৩ / ফুলচুষি
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৩৩
ফুলচুষি
রেহান কৌশিক
ছিপছিপে খুব। ছোট্টো দেহ। ফাঁকা-জঙ্গল প্রিয়।
সবুজ-ধূসর পালক ঢাকা, দেখতে রমণীয়।
ঠোঁটটি কিন্তু লালচে রংয়ের, ফুলের ভিতর পুরে
পান ক'রে সে ফুলের মধু চকিতে যায় উড়ে।
থলির মতন চিলতে বাসা গাছের ডালে বানায়
কিচিরমিচির আওয়াজ তুলে টহল দিয়ে বেড়ায়।
এ-দেশ জুড়ে যত পাখি ওড়ে আকাশ-নীলে
এই পাখিরা সবার ছোটো, দেখবে হিসেব নিলে।
# ইংরেজি নাম # Tickell's Flowerpecker
# হিন্দি নাম # ফুলচুকি
# বিজ্ঞানসন্মত নাম # Dicaeum erythrorhynchos
# অন্যান্য জ্ঞাতি # Plain Flowerpecker, Scarlet-backed Flowerpecker, Fire-breasted Flowerpecker, Orange-bellied Flowerpecker, Nilgiri Flowerpecker, Yellow-vented Flowerpecker, Cebu Flowerpecker, Thick-bellied Flowerpecker
# আকারে কমবেশি তিন ইঞ্চি।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে সাধারণত দুটি ডিম পাড়ে। রং সাদা।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে।
(চলবে..)


