ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৯/ পাপিয়া

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৯/ পাপিয়া
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ২৯
পাপিয়া
রেহান কৌশিক
খুব সহজে যায় না দেখা, পাতার অন্তরালে
মুখ লুকিয়ে ছড়ায় যে ডাক নিজেরই খেয়ালে।
'চোখ গেল, চোখ গেল' ডাকে ভরায় চরাচর
যেমন কোকিল, তেমন এরা বাঁধে না তো ঘর।
খুব গোপনে ডিম পেড়ে যায় ছাতারেদের বাড়ি
কোকিলদের সঙ্গে দেখি মিল রয়েছে ভারী!
ডাকটি এদের খুব সুরেলা, মুগ্ধ করে কান।
ধূসর দেহে কালচে ডোরা, পেটে সাদার টান...
# ইংরেজি নাম # Brainfever Bird, Common Hawk-cuckoo
# হিন্দি নাম # পাপিয়া
# বিজ্ঞানসন্মত নাম # Hierococexy varius
# অন্যান্য জ্ঞাতি # Large Hawk-cuckoo
# পাপিয়া নামটি বহুল প্রচলিত বলে এখানে ব্যবহার করা হয়েছে। বাংলায় একে 'চোখ গেল' নামেও ডাকা হয়। স্থানভেদে এদের ডাককে 'পিউ কাঁহা, পিউ কাঁহা' বলেও চিহ্নিত করা হয়। কিছুক্ষণ ছাড়া ছাড়া এরা অবিরাম ডেকে চলে, তাই ইংরেজিতে একে মজা ক'রে 'ব্রেনফিভার বার্ড' বলে।
# এদের ডিমের রং নীল।
# এদের দেখা মেলে ভারত, নেপাল, ভূটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে।
(চলবে..)


