ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ১৮ / জলপিপি

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ১৮ / জলপিপি
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ১৮
জলপিপি
রেহান কৌশিক
সমস্ত দিন ঘুরে বেড়ায় খালেবিলের জলে
এই পাখিদের একজাতিকে 'জলময়ূর'ও বলে।
কালো-পালক শরীর জুড়ে, সবুজাভ ডানা
চোখ থেকে ঘাড় সাদা রংয়ের একটি ডোরা টানা।
পদ্ম, শালুক পাতার ওপর লম্বা পায়ে হাঁটে
চলে আসে কখনো-বা স্নানের পুকুরঘাটে।
জলের পোকা খায় যে এরা আমোদে চোখ বুজে
ক্লান্ত হলে বিশ্রামও নেয় গাছের ছায়া খুঁজে।
# ইংরেজি নাম # Bronze-winged Jacana
# হিন্দি নাম # পিপি
# বিজ্ঞানসন্মত নাম # Metopidius indicus
# অন্যান্য জ্ঞাতি # Pheasant-tailed Jacana
# জলে ভাসমান কচুরিপানা বা পানিফলের পাতার ওপর জলজ লতা পাকিয়ে বাসা বানায়।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে চারটি ডিম পাড়ে। রং ব্রোঞ্জ-ব্রাউন। তাতে কালো রংয়ের নানারকম আঁকিবুকি থাকে।
# এদের দেখা মেলে পশ্চিম রাজস্থান ছাড়া ভারতের অন্যান্য স্থানে। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারে। শ্রীলঙ্কায় এদের দেখা যায় না।
(চলবে..)


