Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৫০/ শালিক

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৫০/ শালিক
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৫০
শালিক
রেহান কৌশিক
চোখ দুটো বেশ টানাটানা দুর্গামায়ের মতো
কাছাকাছি হলেই ক'জন ঝগড়া অবিরত!
হরেকরকম শব্দ শুনে নকল করতে পারে
বাদামি পালকে এরা ভীষণই বাহারে।
ঘাস-জমিতে ঘুরে-ঘুরে খাবার খুঁজে বেড়ায়
শিকার করে পোকামাকড় আয়েশ করে খায়।
অধিকাংশ সময় এরা জোড়ায় জোড়ায় ঘোরে
বাসা ছেড়ে বাইরে আসে ফুটলে আলো ভোরে।
# ইংরেজি নাম # Common Myna
# হিন্দি নাম # দেশি ময়না
# বিজ্ঞানসন্মত নাম # Acridotheres tristis
# অন্যান্য জ্ঞাতি # Javan Myna, Crested Myna, Great Myna
# এরা খুব সামাজিক পাখি। মাঠেঘাটে, রাস্তায় সব সময়ই চোখে পড়ে। দেহের অধিকাংশ অংশই গাঢ় বাদামি। মাথা ও ঘাড় কালচে। দুই ডানার প্রান্তে থাকা সাদা পালক ওড়ার সময় স্পষ্ট চোখে পড়ে। চোখের পাশের পালকহীন অংশ, পা এবং ঠোঁট হলুদ। চোখ কিন্তু বাদামি বা লালচে-বাদামি।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে চার থেকে পাঁচটি ডিম পাড়ে। রং উজ্জ্বল নীল।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


