Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৮/ শকুন

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৮/ শকুন
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৪৮
শকুন
রেহান কৌশিক
ছোটো মাথা। লম্বা গলা। শরীরখানা বড়ো।
গাছের ডালে মাচার মতো বানায় এরা ঘরও।
ভুরিভোজে বসে শকুন মৃতের মাংস পেলে
পচাগলার ধার ধারে না, গপ্-গপা-গপ্ গেলে।
রাত্রিবেলা শকুনছানা নাকি সুরে কাঁদে
তাকতে চায় না একলা ব'লে দলটি এরা বাঁধে।
পরিবেশটি সুস্থ রাখে মুক্ত ক'রে দূষণ
এই পাখিদের কাছে আমরা তাই তো ঋণী ভীষণ...
# ইংরেজি নাম # Indian white-backed Vulture
# হিন্দি নাম # গিধ্
# বিজ্ঞানসন্মত নাম # Gyps bengalensis
# অন্যান্য জ্ঞাতি # Red-headed Vulture, Egyptian Vulture
# এদের শরীর কালচে-বাদামি পালকে ঢাকা। মাথা ও গলায় কোনো পালক থাকে না। ঠোঁট খুব মজবুত। দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। ঘ্রাণশক্তি নেই বললেই চলে। পৃথিবীতে কমপক্ষে পাঁচ শতাধিক প্রজাতির শকুনের সন্ধান মেলে।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে এক থেকে দুটি ডিম পাড়ে। রং সাদা ও হালকা লাল মেশা। তাতে কালচে-বাদামি বা কালোর ছিট লক্ষ্য করা যায়।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


