ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৫/ দোয়েল

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৫/ দোয়েল
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ২৫
দোয়েল
রেহান কৌশিক
এ-দিনকালে সবকিছুতে যখন দেখি রংয়ের বেআদবি
ঠিক তখনই দোয়েল যেন অতীত-দিনের সেলুলয়েড-ছবি।
সাদা-কালো পাখি এরা, সুশ্রী বলে চোখের আরাম হয়
ছোটোখাটো আকার হলেও, শান্তশিষ্ট নয়।
শিসটি এদের মিষ্টি ভীষণ, হাওয়ায় হাওয়ায় ভাসে
শিমুল এবং মাদার গাছের মধু ভালোবাসে।
এই এখানে, ওই ওখানে--- এমনই চঞ্চল।
ওড়ায়, বসায় দেখায় যেন জাদুকরী ছল!
# ইংরেজি নাম # Oriental Magpie-robin
# হিন্দি নাম # দাইয়া, দাইয়ার
# বিজ্ঞানসন্মত নাম # Copsychus saularis
# অন্যান্য জ্ঞাতি # Indian Blue-Robin
# ঘাস ও শিকড়বাকড় দিয়ে গাছের গুঁড়ি বা দেয়ালের ফাঁকফোকরে বাসা বানায়। শরীরের অধিকাংশ জায়গা কালো। বুক, পেট ও লেজের গোড়া হয় সাদা রংয়ের। আকারে ছোটো। সামান্য সময় এরা স্থির হয়ে বসতে পারে না। এতই চঞ্চল। বসার সময় মাথা ও লেজ উঁচিয়ে থাকে। ফুলের মধু পছন্দ হলেও এরা কীটপতঙ্গ ও ছোটো ফল খায়।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। রং ফিকে নীলচে-সবুজ। তাতে লাল-বাদামির ছোপ দেখা যায়।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে...)


