Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৫২/ সারস

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৫২/ সারস
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৫২
সারস
রেহান কৌশিক
বিশ্ব জুড়ে যত পাখি দূর-আকাশে ওড়ে
এই পাখিরা সবার বড়ো, শরীরী বহরে।
লম্বা গলা, ছুঁচালো ঠোঁট--- যেন বকের দাদা
রংটি দেহের ধূসর এবং একটু ফিকে-সাদা।
দানাশস্য, পোকামাকড়, গিরগিটি, মাছ খায়
একলা থাকায় বিশ্বাসী নয়, ঘোরে জোড়ায় জোড়ায়।
জলের ওপর লতায়-পাতায় তৈরি করে ঘর
ভেলায় মতো বাসায় থাকে শুকনো পাতা, খড়।
# ইংরেজি নাম # Sarus Crane
# হিন্দি নাম # সারস
# বিজ্ঞানসন্মত নাম # Grus antigone
# অন্যান্য জ্ঞাতি # Whooping Crane, Sandhill Crane, Red-crow Crane, Demoiselle Crane
# গলা ও মাথা পালকবিহীন। রং গাঢ় লাল। পা ও পায়ের পাতাও রক্তাভ লাল। এদের শরীরী আকার বিস্মিত করে। রেকর্ড করা তথ্য থেকে জানা যায়, এদের সর্বোচ্চ দৈর্ঘ্য ১.৮ মিটার। অর্থাৎ ৫.৯ ফুট। অবস্থান ভেদে ও উপজাতিভেদে এদের উচ্চতা ১১৫ থেকে ১৬৭ সেন্টিমিটার, ডানার বিস্তার ২২০ থেকে ২৫০ সেন্টিমিটার, পা ৩২ সেন্টিমিটার, ঠোঁট ১৭.৫ সেন্টিমিটার এবং লেজ ৯.৮ সেন্টিমিটার। ওজন প্রায় ৫ থেকে ১২ কিলোগ্রাম। একটি পুরুষ ও স্ত্রী পাখির মধ্যে সখ্যের গভীরতা চমকে দেয়। সারাজীবনের জন্য এরা জুটি বাঁধে। কোনো কারণে জোড়ার একটি পাখি মারা গেলে অন্য পাখিটি গভীর দুঃখে ডুবে যায়। আহার-নিদ্রা ত্যাগ করে এবং গভীর শোকে অল্প কিছুদিনের মধ্যেই মারা যায়। বলা চলে সঙ্গীর বিরহে এরা আত্মহত্যা করে।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুটি ডিম পাড়ে। রং গোলাপি-সাদা ও হালকা সবুজ। তাতে বাদামি ও বেগুনি ছিটে দেখা যায়।
# পূর্বে বিভিন্ন দেশে এদের গেলেও এখন মূলত ভারতে দেখা যায়। অস্ট্রেলিয়ায় অল্পসংখ্যক পাখি নজরে আসে।


