Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৯/ শামুকখোল

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৯/ শামুকখোল
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৪৯
শামুকখোল
রেহান কৌশিক
সাদা কিংবা ধূসর-সাদা পালকগুলো দেহের
ধনুক-বাঁকা লালচে-কালো ঠোঁটের রংটি এদের।
ছোপ রয়েছে কালো রংয়ের দীর্ঘ দুটি ডানায়
ঘুরে বেড়ায় ঝিল অথবা জলাভূমির কাদায়।
পোকামাকড়, মাছ অথবা ব্যাঙকে করে শিকার
কিন্তু এদের শামুক হল পছন্দসই খাবার।
বানায় বাসা মাচার মতো ঝাঁকড়া গাছের ডালে
স্বভাব-শান্ত এই পাখিরা থাকে না গোলমালে।
# ইংরেজি নাম # Asian Openbill Stork
# হিন্দি নাম # গুংলা, ঘুনগিল
# বিজ্ঞানসন্মত নাম # Anastomus oscitans
# অন্যান্য জ্ঞাতি # Painted Stork, White-necked Stork, European White Stork, Black Stork, Black-necked Stork, Greater Adjutant Stork, Lesser Adjutant Stork
# এরা খুব বড়ো আকারের জলচর পাখি। কমবেশি দৈর্ঘ্য ৮১ সেন্টিমিটার, ডানা ৪০ সেন্টিমিটার, ঠোঁট ১৫.৫ সেন্টিমিটার, লেজ ২০ সেন্টিমিটার, পা ১৪.৫ সেন্টিমিটার। ওজন ১.৩ থেকে ৮.৯ কিলোগ্রাম। এদের ঠোঁট খুব শক্ত। ধনুকের মতো বাঁকানো। শামুকখোল ছানার দুই ঠোঁটের মধ্যে ফাঁক থাকে না। যত বড়ো হয় তত দুই ঠোঁটের মধ্যকার ফাঁক স্পষ্ট হয়ে ওঠে। এই ফাঁকের অংশে শামুককে ধরে ঠোঁটের চাপে ভেঙে খোলা বাদ দিয়ে মাংস খেয়ে নেয়। এদের বাসা সুন্দর নয়। বেশ অগোছাল। কাঠকুটো দিয়ে বানানো বাসায় জলজ গাছপালার পাতা, শিকড় বিছিয়ে রাখে। এরা দলবদ্ধভাবে বাস করে।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুই থেকে চারটি ডিম পাড়ে। রং সাদা।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


