Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৬ / রাতচরা

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৬ / রাতচরা
28 Nov 2022, 09:45 AM

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৬ / রাতচরা

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক ৪৬

রাতচরা

রেহান কৌশিক

 

সমস্ত দিন ঘুমোয় এরা, সন্ধে হ'লে জাগে

পেটটি ভরায় রাত-শিকারে, সকাল হওয়ার আগে।

 

দেখতে তো নয় আহামরি, ধুসর পালক ঢাকা

বেশ বোঝা যায়--- চোখ দুটিতে লালের বর্ণ আঁকা।

 

ঘুরে বেড়ায় ঝোপেঝাড়ে, বানায় না তো ঘর

দূর উড়ানে দক্ষতা নেই, তাই তো ভূমিচর।

 

চাঁদনি-রাতে এদের আবার ডাকের বহর বাড়ে

সময় হলে খোলামাঠে দুইখানি ডিম পাড়ে।

 

# ইংরেজি নাম # Indian Nightjar

# হিন্দি নাম # ছাপকা

# বিজ্ঞানসন্মত নাম # Caprimulgus asiaticus

# অন্যান্য জ্ঞাতি # Jungle Nightjar, Large-tailed Nightjar, Franklin's Nightjar, Jerdon's Nightjar

# এই পাখিকে বর্ণচোরা বলা যেতে পারে। এদের গায়ের রং গাছের মরা ডাল বা শুকনো পাতার মতো। গাছার শাখায় বসে থাকলে চট করে চিহ্নিত করা যায় না। আবার, মাটিতে থাকলেও বোঝা মুশকিল। কারণ, শুকনো পাতা বা মাটির রংয়ের সঙ্গে এদের শরীর প্রায় মিশে থাকে। 'চাক-চাক-চাক-চাকর্...' শব্দে ডাক দেয়। এদের মুখের হাঁ দেহের তুলনায় বেশ বড়ো। হাঁ-মুখের দুপাশ থেকে শক্ত খোঁচা-খোঁচা পালক বেরিয়ে থাকে।  

# ডিমের রং গোলাপি। তাতে লালচে-বাদামি অথবা বেগুনি ছোপ থাকে। গড়ন লম্বা।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।

(চলবে..)

Mailing List