Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৫ / মোহনচূড়া

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৫ / মোহনচূড়া
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৪৫
মোহনচূড়া
রেহান কৌশিক
গ্রাম-শহরের গাছপালাতে এই পাখিরা ওড়ে
পেটটি ভরায় মনের সুখে পোকামাকড় ধ'রে।
চুড়ো আছে মাথায় এদের, লম্বা ঠোঁটটি বাঁকা
মোহনচূড়ার লেজে এবং ডানায় ডোরা আঁকা।
খুব বাহারি এই পাখিদের নখগুলো বেশ শক্ত
গাছের গর্তে নীড় বানানোর দক্ষতাটি রপ্ত।
স্বভাবে খুব শান্ত-পাখি, সহজে পোষ মানে
মাঝেমাঝেই গলা সাধে 'হু-পো, হু-পো' গানে।
# ইংরেজি নাম # Common Hoopoe
# হিন্দি নাম # হুদহুদ
# বিজ্ঞানসন্মত নাম # Upupa epops
# অন্যান্য জ্ঞাতি # African Hoopoe, Eurasian Hoopoe, Madagascar Hoopoe, Saint Helena Hoopoe
# আকারে শালিক পাখির চেয়ে বড়ো। হালকা বাদামি রংয়ের পালকে ঢাকা শরীর। কিন্তু লেজ এবং ডানায় সাদাকালো ডোরা থাকে। মাথার ওপর ঝুঁটিটি দেখতে চমৎকার। ঝুঁটির প্রতিটি পালকের ডগা কালো। ঠোঁট সরু এবং নীচের দিকে বাঁকানো। মূলত মাটি থেকেই পোকামাকড় খুঁটে খায়। 'পুপ পুপ পুপ' শব্দে এরা ডাকে। একটা মজার কথা জানাই--- বাংলার প্রখ্যাত সাহিত্যিক বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় এই পাখিদের মোহনচূড়া নাম রেখেছিলেন।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে পাঁচ থেকে ছটি ডিম পাড়ে। রং সাদা।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


