ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ৩০/ পায়রা

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ৩০/ পায়রা
12 Nov 2022, 10:00 AM

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ৩০/ পায়রা

 

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক  ৩০

পায়রা

রেহান কৌশিক

 

ঘাড় ফুলিয়ে ডাকে এরা 'বকম বকম বকম'

দুষ্টু-মিষ্টি এই পাখিদের রঙ্গ নানারকম।

 

চালের দানা, ডালের দানা খেয়ে আমোদ ক'রে

নীল-আকাশের শূন্যে উঠে দল বেঁধে সব ওড়ে।

 

চড়লে খেয়াল উড়তে উড়তে বেড়াতে যায় দূরে

রামধনু-রং গলায় তাদের চমকায় রোদ্দুরে।

 

পেটটি ভরা খাবার দিলে, মানে ওরা পোষ যে

নোংরা করে চিলেকোঠা, এটাই শুধু দোষ যে।

 

# ইংরেজি নাম #  Pigeon

# হিন্দি নাম #  কবুতর

# বিজ্ঞানসন্মত নাম # Columba livia

# অন্যান্য জ্ঞাতি # Nilgiri Wood-Pigeon, Purple Wood-Pigeon, Imperial Pigeon

# খড়, কাঠকুটো দিয়ে বাসা বানায়। এরা খুব ঘরোয়া, সামাজিক পাখি।

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুটি ক'রে ডিম পাড়ে। রং সাদা।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।

(চলবে..)

Mailing List