ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২৭/ নীলকণ্ঠ

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২৭/ নীলকণ্ঠ
09 Nov 2022, 10:00 AM

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২৭/ নীলকণ্ঠ

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক  ২৭

নীলকণ্ঠ

রেহান কৌশিক

 

আকারে ঠিক পায়রা যেন    মাথাটি বেশ বড়ো

শরীর জুড়ে বাহারি নীল     রংটি গাঢ়তর।

 

মেজাজখানা কড়া এদের     ধার-ধারে না কারও

বিরক্ত কেউ করতে এলে   পালটা দেবে মারও।

 

চাষ-আবাদের জমির পাশে  শুধুই ঘোরাফেরা

পোকামাকড় শিকার ক'রে   পেটটি ভরায় এরা।

 

গাছের গর্তে বানায় বাসা    ঘাস-পাতা-খড় দিয়ে

ইচ্ছে হ'লেই ডিগবাজি খায় শূন্যে উড়ে গিয়ে।

 

# ইংরেজি নাম #  Indian Roller

# হিন্দি নাম #  সাবজাক

# বিজ্ঞানসন্মত নাম # Coracias benghalensis

# অন্যান্য জ্ঞাতি # European Roller, Blue-bellied Roler, Purple-winged Roller, Abyssinian Roller

# গলার স্বর কর্কশ। ঘন বনজঙ্গল অপছন্দ করে।

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে চার থেকে পাঁচটি ডিম পাড়ে। রং চকচকে সাদা। গড়ন গোল।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।

(চলবে..)

Mailing List