ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩৭/ বাঁশপাতি

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩৭/ বাঁশপাতি
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৩৭
বাঁশপাতি
রেহান কৌশিক
ছোট্টো সবুজ আপকি হলেও মনে হাজার রঙ্গ
কঠোর শ্রমে তৈরি করে মাটিতে সুড়ঙ্গ।
সেই সুড়ঙ্গে ডিম পাড়ে বেশ পাঁচ থেকে সাতখানা
কীটপতঙ্গ করে শিকার শূন্যে মেলে ডানা।
মাথা ও ঘাড় বাদামি-লাল, বাঁকা ঠোঁটটি কালো
'ট্রি-ট্রি-ট্রি' গলার আওয়াজ, মন্দ তো নয়, ভালো।
কাঁটা আছে লেজের মাঝে, দুই পালকের প্রান্তে
ঘুরতে হল বনবাদাড়ে এই পাখিদের জানতে...
# ইংরেজি নাম # Small Bee-eater
# হিন্দি নাম # পত্রিঙ্গা
# বিজ্ঞানসন্মত নাম # Merops orientalis
# অন্যান্য জ্ঞাতি # Blue-tailed Bee-eater, Blue-cheeked Bee-eater, Rainbow Bee-eater, European Bee-eater
# লেজের ঠিক মাঝের দুটি পালকে দুটি ভোঁতা কাঁটা দেখা যায়। গলায় কালো মালার মতো দাগ থাকে। কখনো জোড় বেঁধে, কখনো কয়েকটি পাখি একসঙ্গে গ্রামাঞ্চলের ফসলের জমিতে, জঙ্গলের ফাঁকা জায়গায় ঘুরে বেড়ায়। বালিমাটিতে সুড়ঙ্গ তৈরি করে বসবাস করে। সেই সুড়ঙ্গ কখনো কখনো এক মিটারের বেশি লম্বা হয়। অন্য পাখিদের তুলনায় এদের ঘুম দেরিতে ভাঙে। সূর্য ওঠার অনেক পরে এরা রাতের আশ্রয় ছেড়ে আকাশে ওড়ে।
# ডিমের আকৃতি গোল। রং সাদা।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।


