ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩২/ ফিঙে

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩২/ ফিঙে
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৩২
ফিঙে
রেহান কৌশিক
ফিঙে ফিঙে ফিঙে
উড়ে গিয়ে দুষ্টু তুমি বসছ গরুর শিংয়ে!
চিকণ কালোয় শরীর জুড়ে রূপের জাদু খোলে
লম্বারকম লেজটি তোমার বাতাস লেগে দোলে।
ফিঙে ফিঙে ফিঙে
পোকামাকড় খাচ্ছ তবু আকারে টিঙটিঙে!
ডিগবাজি দাও আপনমনে গাছের ডালে ডালে
দোলাও মাথা দুপুরবেলা রৌদ্রছায়ার তালে।
# ইংরেজি নাম # Black Drongo
# হিন্দি নাম # ভুজাংগা, কতোয়াল
# বিজ্ঞানসন্মত নাম # Dicrurus Macrocercus
# অন্যান্য জ্ঞাতি # Fork-tailed Drongo, Lesser Racket-tailed Drongo, Spangled Drongo, Bronzed Drongo, Ashy Drongo
# এরা স্বভাবে খুব দস্যি। অনেক বড়ো বড়ো পাখি এদের ভয় করে। কাছে আসতে সাহস পায় না। অন্যদিকে বেনেবউ, সোনাবউ প্রভৃতি নিরীহ স্বভাবের পাখিরা ফিঙে যে-গাছে বাসা বাঁধে, সেই গাছে বসবাস করতে পছন্দ করে। কেন না, ফিঙের অভিভাবকত্বে থাকলে অন্যের দ্বারা আক্রান্ত হওয়ার ভয় থাকে না। ফিঙে সেদিক থেকে দায়িত্ববান আশ্রয়দাতা।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। রং সাদাটে। তাতে বাদামি-লাল ছিট লক্ষ্য করা যায়।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


