ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩১/ পাহাড়ি ময়না

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩১/ পাহাড়ি ময়না
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৩১
পাহাড়ি ময়না
রেহান কৌশিক
ময়না, ওরে ময়না
শরীর জুড়ে কালোর মেলা, অন্য রং কি সয় না?
ঠোঁট ও পা তো হলুদ দেখি, এটাই কি তোর গয়না?
নকল ক'রে তোদের মতো কথা তো কেউ কয় না!
ময়না, ওরে ময়না
খাস যে তোরা পোকামাকড়, ঠোঁট কি তাতে ক্ষয় না?
গাছ-কোটরে বাসা বেঁধেও মন সেখানে রয় না?
উড়িস এত গঞ্জে-গাঁয়ে, ক্লান্ত মনে হয় না?
# ইংরেজি নাম # Common Hill-Myna
# হিন্দি নাম # পাহাড়ি ময়না
# বিজ্ঞানসন্মত নাম # Gracula religiosa
# অন্যান্য জ্ঞাতি # Gold-crested Myna, Jungle Myna, Bank Myna
# খড়কুটো দিয়ে গাছের কোটরে, পাহাড়ের ফাটলে বাসা বানায়।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুই থেকে তিনটি ডিম পাড়ে। রং ঘন নীল। তাতে লালচে-বাদামি অথবা চকোলেট রংয়ের ছিট লক্ষ্য করা যায়।
# এদের দেখা মেলে ভারতের কিছু অংশে, তেনাসেরিম (দক্ষিণ মায়ানমার), বাংলাদেশ ও শ্রীলঙ্কায়।


