ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৮/ পানকৌড়ি

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৮/ পানকৌড়ি
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ২৮
পানকৌড়ি
রেহান কৌশিক
জলডুবুরি পাখিটা যে পুকুর-ঝিলে সকাল-সাঁঝে
ঝুপ করে দেয় ডুব।
চ্যাপটা-সরু ঠোঁটের গড়ন কাকের মতো দেহের বরণ
কালো কুচকুচ খুব।
থাকবে ব'লে জলার কাছে ছোট্টোবাসা ঝাঁকড়া গাছে
অনেক শ্রমে গড়ে।
মাছের কাঙাল পানকৌড়ি দেখতে তো নয় আহামরি
ডুব দিয়ে মাছ ধরে।
# ইংরেজি নাম # Little Cormorant
# হিন্দি নাম # পানকৌয়া, গানহিল
# বিজ্ঞানসন্মত নাম # Phalacrocorax niger
# অন্যান্য জ্ঞাতি # গ্রেট-করমোর্যা ন্ট, ইন্ডিয়ান শ্যাগ
# ঠোঁটের প্রান্তভাগ বাঁকা ও তীক্ষ্ণ। ডানা ও পা ধূসর।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে চার থেকে পাঁচটি ডিম পাড়ে। রং ফ্যাকশে নীলচে-সবুজ। তাতে খড়ির গুঁড়োর মতো আস্তরণ থাকে।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


