ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৬/ ধনেশ

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৬/ ধনেশ
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ২৬
ধনেশ
রেহান কৌশিক
শিঙার মতো বাঁকানো ঠোঁট রংটি কালো-হলদে
আছিস যখন গাছের ডালে একটুখানি দোল দে।
সাদা-কালো পালক মোড়া আকারটি নয় মন্দ
কেন রে তুই, বাসার ভিতর বউকে রাখিস বন্ধ?
বন্ধ তো নয়, আসলকথা বউ যে ডিমে তা দেয়
ফুটলে ছানা দুজন মিলেই সেবায় তাদের গা দেয়।
অনেক শ্রমে গাছ-কোটরে বানাস তোরা ঘর
শুনতে কিন্তু খারাপ লাগে হেঁড়ে গলার স্বর।
# ইংরেজি নাম # Malabar Pied-hornbill
# হিন্দি নাম # ধানচিরি
# বিজ্ঞানসন্মত নাম # Anthracoceros coronatus
# অন্যান্য জ্ঞাতি # Malabar Grey-hornbill, Oriental Pied-hornbill
# বট, অশ্বত্থ প্রভৃতি গাছের ফল প্রধান খাবার। তবে গিরগিটি, ছোটো পাখি, কাঠবিড়ালিও শিকার করে খায়। মজার ব্যাপার হল, ডিম ফোটানোর সময় স্ত্রী পাখি গাছের কোটরে নিজেকে বন্দি করে ফেলে। বাচ্চারা বেশকিছুটা বড়ো না-হয়া পর্যন্ত গাছের কোটর ছেড়ে বাইরে বেরোয় না। বন্দিদশায় পুরুষ পাখি স্ত্রী পাখির পরিচর্যা করে। পরে, স্ত্রী পাখি বেরিয়ে এলে উভয়ে মিলে ছানাদের জন্য খাবার সংগ্রহ ক'রে তাদের লালনপালন করে।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুই থেকে চারটি ডিম পাড়ে। রং সাদা।
# এদের দেখা মেলে ভারত এবং শ্রীলঙ্কায়।
(চলবে..)


