ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৪/ তুলিকা

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৪/ তুলিকা
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ২৪
তুলিকা
রেহান কৌশিক
খুব সাধারণ বাদামি রং গায়ের পালক এদের
বুকে কিন্তু দাগ রয়েছে প্রচুর কালো রংয়ের।
চড়ুইপাখির চেয়ে এদের রোগাটে গড়ন
পছন্দ খুব খোলা মাঠ ও পাতাবিরল বন।
পিপিট-পিপিট ক'রে ডাকে ভীষণই ক্ষীণ স্বরে
মাটির ঢিবি, ঝোপেঝাড়ে ঘরটি এরা গড়ে।
শুকনো পাতার রংয়ের সঙ্গে এমনই থাকে মিশে
নড়ন-চড়ন না-করলে কেউ পাবে না তো দিশে...
# ইংরেজি নাম # Paddyfield Pipit
# হিন্দি নাম # রুগেল, চারচিরি
# বিজ্ঞানসন্মত নাম # Anthus rufulus
# অন্যান্য জ্ঞাতি # Nilgiri Pipit, Rosy Pipit, African Pipit, Long-bellied Pipit
# আকার ও আচরণে খঞ্জনদের সঙ্গে মিল রয়েছে। চড়ুইদের চেয়ে রোগা। ঠোঁট সরু কিন্তু লেজটি বেশি লম্বা। এদের বেশিরভাগ প্রজাতিই এদেশে শীতকালের অতিথি। অগভীর বাটির মতো বাসা বানায় মাটির ঢিবি, ঝোপেঝাড়ে অথবা গরু-মহিষের পায়ের চাপে যে গর্ত সৃষ্টি হয়, সেই গর্তে। বাসাটি মূলত তৈরি করে শুকনো পাতা, ঘাস ও গাছগাছালির পাতলা শিকড় দিয়ে।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে তিন থেকে চারটি ডিম পাড়ে। রং হলুদাভ-সাদা অথবা ধূসর মেশা সাদা। তাতে এলোমেলো বাদামি ছিট লক্ষ্য করা যায়। ডিমের চওড়া অংশে এই ছিটের পরিমাণ বেশি দেখা যায়।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


