ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৩/ তিতির

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ২৩/ তিতির
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ২৩
তিতির
রেহান কৌশিক
তেমন ভালো উড়তে এরা মোটেই পারে না যে
চরে বেড়ায় সমস্ত দিন খাবার খোঁজার কাজে।
পোকামাকড়, শস্যদানা করে আহার এরা
বানায় বাসা কাঁটার ঝোপে, ঘাসের বনে ঘেরা।
কণ্ঠটি বেশ মিষ্টি এদের, ডাকে মাঝে মাঝে
ডাকের বহর বাড়ে কিন্তু সকাল এবং সাঁঝে।
জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায়, কখনো-বা দলে
মিলবে দেখা বনের ঝোপে কিংবা গ্রামাঞ্চলে।
# ইংরেজি নাম # Gray Francolin
# হিন্দি নাম # তিতর
# বিজ্ঞানসন্মত নাম # Francolinus pondicerianus
# অন্যান্য জ্ঞাতি # Painted Francolin, Black Francolin
# বাড়িতে মুরগির মতো তিতির পালনও জনপ্রিয়। এর মাংস ও ডিম সুস্বাদু।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে চার থেকে আটটি ডিম পাড়ে। ডিমগুলো কফি রংয়ের।
# এদের দেখা মেলে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান প্রভৃতি দেশে।
(চলবে..)


