ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২২/ তালচড়াই

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২২/ তালচড়াই
04 Nov 2022, 09:40 AM

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২২/ তালচড়াই

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক  ২২

তালচড়াই

 

রেহান কৌশিক

 

 

পালক এবং খড় সাজানো বাটির মতো বাসা

দুই থেকে চার ডিমের সংখ্যা, সাদা রংটি খাসা।

 

সদলবলে গড়ে বসত খিলানঅলা ঘরে

কিংবা ভাঙা দুর্গ পেলে থাকে সাড়ম্বরে।

 

লেজটি ছোটো, ধনুক বাঁকা। সরু-ডানা লম্বা।

উড়তে পারে ভীষণ দ্রুত, কী সে এরা কম-বা?

 

ভালোবাসে কীটপতঙ্গ, পোকামাকড় খেতে

দিনের আলোয় মেললে ডানা, আনন্দে যায় মেতে।

 

# ইংরেজি নাম #  Asian Palm-Swift

# হিন্দি নাম #  তালচাট্টা, পাত্তা দেউলি

# বিজ্ঞানসন্মত নাম #  Cypsiurus balasiensis

# অন্যান্য জ্ঞাতি # African Palm Swift, Black-nest Swiftlet

# এদের বাংলায় তালচোঁচ ও বাতাসি নামেও ডাকা হয়। এই পাখিদের দেহ ছিপছিপে। চড়াইয়ের চেয়ে আকারে অল্প ছোটো। ধোঁয়াটে কালো রংয়ের পিঠ। গলা এবং লেজের তলদেশ সাদা। পায়ের চারটি আঙুল সামনের দিকে বাড়ানো। নখ সূচের মতো তীক্ষ্ণ এবং বাঁকা।

# এদের হাঁ-মুখটি বেশ বড়ো। তাই উড়তে উড়তে পোকামাকড় শিকার করতে সুবিধা হয়। দলবেঁধে বসবাস করে। বিরক্ত না-করলে বছরের পর বছর এরা বাসস্থান বদল করে না। আনন্দ হ'লে 'টি টি টি' স্বরে ডাকে।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, নেপাল ও ভূটান প্রভৃতি দেশে।

(চলবে...)

Mailing List