ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২১/ ডাহুক

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২১/ ডাহুক
03 Nov 2022, 10:00 AM

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২১/ ডাহুক

 

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক  ২১

 

ডাহুক

রেহান কৌশিক

 

ডাহুক ডাকে ঝোপেঝাড়ে, জলার আশেপাশে

ইচ্ছে হলে হাঁসের মতো জলের ওপর ভাসে।

 

ভাসতে পারে জলে যেমন, দূর আকাশেও ওড়ে

নীড়টি কিন্তু ডাঙার ঝোপে বানায় যত্ন ক'রে।

 

খয়েরি ও গাঢ় ধূসর গায়ের বর্ণ এদের

বুক, গলা আর মাথাখানি স্পষ্ট সাদা রংয়ের।

 

বাচ্চাগুলো ঘুরে বেড়ায় মায়ের পিছু-পিছু

স্বভাবটি বেশ নরমসরম, সন্দেহ নেই কিছু।

 

# ইংরেজি নাম #  White-breasted Waterhen

# হিন্দি নাম #  ডাওক, ডাহক, ডাউক

# বিজ্ঞানসন্মত নাম #  Amaurornis phoenicurus

# অন্যান্য জ্ঞাতি # Dusky Moorhen, WaterCock, Yellow-breasted Crake

# ডাহুক নামটি বাংলাতে বহুল প্রচলিত বলে ব্যবহার করা হয়েছে। এই পাখিটির প্রকৃত বাংলা নাম পানপায়রা। নির্জনতা প্রিয় এই পাখিদের ডাক কর্কশ। খাদ্য হল পোকামাকড়, শস্যদানা।

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে ছয় থেকে সাতটি ডিম পাড়ে। রং গোলাপি-সাদা। তাতে লালচে-বাদামির ছিট লক্ষ্য করা যায়।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার প্রভৃতি দেশে।

(চলবে..)

Mailing List