ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২০/  টুনটুনি  

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২০/  টুনটুনি   
02 Nov 2022, 11:00 AM

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ২০/  টুনটুনি

 

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক ২০

 

টুনটুনি

রেহান কৌশিক

 

সেলাই করে বানায় বাসা গাছগাছালির ফাঁকে

'দর্জি পাখি' ব'লে এদের তাই তো সবাই ডাকে।

শিমুল, মাদার গাছের ফুলে মধুর লোভে আসে

পোকামাকড় খেতেও কিন্তু সমান ভালোবাসে।

 

চড়ুই পাখির মতন আকার, স্বভাবে চঞ্চল

প্রায় সময়ই একা ঘোরে, বানায় না তো দল।

'ট্যুইট-ট্যুইট' শব্দ ওঠে এদের গলার স্বরে

তীক্ষ্ণ এই ডাক দেয় ছড়িয়ে ভুবন-চরাচরে।

 

# ইংরেজি নাম #  Common Tailor-bird

# হিন্দি নাম #  ফুটকি

# বিজ্ঞানসন্মত নাম #  Orthotomus sutorius

# অন্যান্য জ্ঞাতি # Rufous-headed Tailorbird, Mountain Tailorbird

# দেহের রং জলপাই সবুজ। নীচের অংশ সাদা। মাথাটি লালচে। খাড়া হয়ে থাকা লেজের পালকগুলো কাঁটার মতো সরু ও লম্বা। বাসার আকৃতি বাটির মতো গোল।

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে তিন থেকে চারটি ডিম পাড়ে। রং লালচে বা নীলচে সাদা। তাতে বাদামি-লাল ছিট লক্ষ্য করা যায়।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।

(চলবে...)

Mailing List