ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক  ১৭ / ছাতারে

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক  ১৭ / ছাতারে
30 Oct 2022, 12:45 PM

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক  ১৭ / ছাতারে

 

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

 

পা খি র  মু লু ক  ১৭

ছাতারে

রেহান কৌশিক

 

উড়তে এদের কষ্ট ভারী, ছোট্টো ডানা দুটি

অল্প উড়ে মাটির ওপর করে হুটোপুটি।

 

চেহারাটি মেটে রংয়ের, তিড়িং তিড়িং লাফায়

শিকড়বাকড়, কাঠকুটোতে ঘরটি এরা বানায়।

 

খিদে মেটায় পোকামাকড়, শস্যদানা, ফলে

অধিকাংশ সময় থাকে সাতটি পাখির দলে।

 

'ক্যাঁচ-ক্যাঁচ-ক্যাঁচ' মুখের বুলি, সঙ্গে লাফালাফি

পাখির রাজ্যে কে আর করে এমন দাপাদাপি!

 

# ইংরেজি নাম #  Jungle Babbler

# হিন্দি নাম #  সাতবইলা বা সাতভায়লা

# বিজ্ঞানসন্মত নাম #  Turdoides striata

# অন্যান্য জ্ঞাতি #  Common Babbler, Large Grey-Babbler

# বেশিরভাগ সময় এরা সাতটি পাখির দলে ঘোরে বলে ইংরেজিতে এদের 'Seven Sisters' বলা হয়।

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে তিন থেকে চারটি ডিম পাড়ে। রং চকচকে নীল।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশে।

(চলবে..)

Mailing List