ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক  ১৬ / চিল  

 ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক  ১৬ / চিল   
29 Oct 2022, 10:15 AM

 ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক  ১৬ / চিল

 

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

 

পা খি র  মু লু ক  ১৬

চিল

রেহান কৌশিক

 

দূর আকাশের নরম নীলে উড়ছে একা চিল

তাই তো ওদের নাগাল পাওয়া ভীষণই মুশকিল।

 

ধারালো নখ, তীক্ষ্ণ নজর, শিকার ধরায় ওস্তাদ।

মুরগিছানা, ইঁদুরছানা? কিচ্ছুটি নেই বাদ।

 

গাছের ডালে কাঠকুটোতে বানায় এরা নীড়

নির্জনতা প্রিয় এদের, চায় না কাছে ভিড়।

 

শরীরটি বেশ বড়োসড়ো, চমকে দেওয়া রূপ

দেখলে এদের ভয়ের চোটে অন্য পাখি চুপ।

 

# ইংরেজি নাম #  Black Kite

# হিন্দি নাম #  চিল

# বিজ্ঞানসন্মত নাম #  Milvus Migrans

# অন্যান্য জ্ঞাতি #  Black-shouldered Kite, Brahminy Kite

# শিকারি পাখি। সরীসৃপ, ছোটোখাটো স্তন্যপায়ী প্রাণী, ছোটো পাখি ও পাখিদের ছানা শিকার করে খায়। কীটপতঙ্গেও এদের রুচি আছে। ঠোঁট আর পায়ের নখ কালো রংয়ের হলেও, ঠোঁটের নীচের অংশ, মুখগহ্বর ও পা হলুদ রংয়ের।

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুই থেকে চারটি ডিম পাড়ে। রং ধূসর বা গোলাপি। তাতে সাদা-সাদা দাগ ও লালচে-বাদামি ছিট দেখা যায়।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।

Mailing List