ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩৯ / বাবুই

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৩৯ / বাবুই
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৩৯
বাবুই
রেহান কৌশিক
বাবুই তুমি শিল্পী-পাখি বানাও গাছে বাসা
দক্ষ ঠোঁটের সুতোয় বোনা দেখতে অতি খাসা।
তালগাছেদের পাতার ডগায় লম্বা বাসা দোলে
ক্লান্ত হয়ে ঘরে ফেরো সন্ধেবেলা হ'লে।
কার কাছে যে শিখলে তুমি এমন শিল্পকলা
মুগ্ধ চোখে দেখে জগৎ স্তব্ধ কথা বলা!
ছোটোখাটো শরীর তোমার, আকারে নও বড়ো
তাতেই তুমি কেমন ক'রে অমন বাসা গড়ো?
# ইংরেজি নাম # Baya Weaver
# হিন্দি নাম # বায়া
# বিজ্ঞানসন্মত নাম # Ploceus philippinus
# অন্যান্য জ্ঞাতি # Lesser Masked Weaver, Black-headed Weaver, Eastern Golden Weaver, Finn's Weaver, Asian Golden Weaver, Southern Masked Weaver, Cape Weaver
# জলের কাছাকাছি বা জলের ওপর ঝুলন্ত গাছের ডালে এরা বাসা বানাতে পছন্দ করে। বাসার ভিতর ডিম রাখার কুঠুরিতে কাদার প্রলেপ দেয়। যদিও এই আচরণের সঠিক ব্যাখ্যা মেলেনি। তবে মনেকরা হয় যে--- কাদার প্রলেপ পড়ায় বাসা ভারী হয়। ফলত হাওয়ায় কম দোলে। দ্বিতীয়ত, রাতে বাসার ভিতর আলোর জন্য বাবুই জোনাকিপোকা সংগ্রহ করে বাসার ভিতর কাদার গায়ে আটকে দেয়।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুই থেকে চারটি ডিম পাড়ে। রং পরিষ্কার সাদা।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।
(চলবে..)


