ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ১৯/  ঝুঁটি ভরত

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ১৯/  ঝুঁটি ভরত
01 Nov 2022, 09:15 AM

ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র  মু লু ক ১৯/  ঝুঁটি ভরত

 

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক  ১৯

 

ঝুঁটি ভরত

রেহান কৌশিক

 

 

ভরত হল গায়ক-পাখি, মিষ্টি গলার গানে

মুগ্ধ করে এই চরাচর নিজের প্রাণের টানে।

মাঠেঘাটে, পুকুরপাড়ে কিংবা খেতের আলে

চরে বেড়ায় একা একা আড়ালে-আবডালে।

 

স্নানটি সারে ধুলো মেখে, পছন্দ নয় জল

শান্তশিষ্ট স্বভাব ব'লেই চায় না কোলাহল।

খিদের সময় বেশ খুশি হয় পোকামাকড় পেলে

দলও বাঁধে সময় বুঝে শীতঋতুটি এলে।

 

# ইংরেজি নাম #  Bronze-winged Jacana

# হিন্দি নাম #  ভরত

# বিজ্ঞানসন্মত নাম #  Metopidius indicus

# অন্যান্য জ্ঞাতি # Crested Lark, Ashy-crowned Finch-Lark, Bengal Bush-Lark, Singing Bush-Lark

# আকারে চড়ুইয়ের মতো। পিঠে, ডানায়, বুকে কালচে-বাদামি দাগ থাকে। লেজের পালকে সাদা রং দেখা যায় নীচে, ওপরের অংশ কালচে।

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে দুই থেকে চারটি ডিম পাড়ে। রং ফ্যাকাশে বাদামি-ধূসর অথবা সাদাটে। তাতে বাদামি ছিট লক্ষ্য করা যায়।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।

(চলবে..)

Mailing List