Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৪/ মাছরাঙা

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৪৪/ মাছরাঙা
পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?
পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।
সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?
পা খি র মু লু ক ৪৪
মাছরাঙা
রেহান কৌশিক
লম্বা এবং তীক্ষ্ণ ঠোঁটে মাছ ধরতে আসে
নদীনালায়, পুকুরডোবায়, নয়ানজুলির পাশে।
সুযোগ পেলেই অতর্কিতে ঠোঁট ডুবিয়ে জলে
মাছটি ধ'রে পালায় উড়ে সুদক্ষ কৌশলে।
পিঠের দিকের পালকগুলো সবুজ-মেশা নীলের
বুকের দিকের পালক কিন্তু কমলা হয় এদের।
দেখা মেলে গ্রামে-গঞ্জে, কিংবা মফসসলে
একাএকাই শিকার ধরে, থাকে না দঙ্গলে।
# ইংরেজি নাম # Common Kingfisher
# হিন্দি নাম # কিলকিলা
# বিজ্ঞানসন্মত নাম # Alcedo atthis
# অন্যান্য জ্ঞাতি # Lesser Pied-Kingfisher, Small Blue Kingfisher, Stork-bellied Kingfisher, Blue-eared Kingfisher, White-breasted Kingfisher
# আকারে চড়ুইয়ের মতো। লেজ ছোটো। দেহের তুলনায় মাথা বড়ো। এরা পরিযায়ী পাখি নয়। তবে শীতকালে জল যেখানে জমে যায়, সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়। মাছ ছাড়াও জলজ পোকামাকড়, ছোটো ব্যাঙ খায়। বেশ উচ্চ ও তীক্ষ্ণ 'চি-চি' স্বরে ডাকে। মাটিতে সুড়ঙ্গের মতো বাসা বানায়। সুড়ঙ্গের শেষ অংশে বারো সেন্টিমিটার ব্যাসের ডিমকুঠুরি তৈরি করে।
# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে পাঁচ থেকে সাতটি ডিম পাড়ে। রং চকচকে সাদা।
# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে।
(চলবে..)


