Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৫১/ শিকরে বাজ

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৫১/ শিকরে বাজ
03 Dec 2022, 09:00 AM

Bird ছড়ায়-লেখায় পাখি চেনা, পাখি নিয়ে রেহান কৌশিকের অনবদ্য সৃষ্টি, পা খি র মু লু ক ৫১/ শিকরে বাজ

পাখি মানেই ইচ্ছের দুটো ডানা। পাখি মানেই আকাশের দিকে ওড়া। ছেলেবেলার এই স্বপ্ন আসলে পাখির কাছ থেকে পাওয়া। পাখি কি তাহলে স্বাধীনতা? মুক্তি? নাহলে অসীমের দিকে তার উড়ে যাওয়া এত টানে কেন?

পাখির খোঁজখবরে আগ্রহ থাকা স্বাভাবিক। তাদের জীবন বড়ো বৈচিত্র্যপূর্ণ। ঘরবাড়ি, খাওয়াদাওয়া, জীবনযাপন বেশ বর্ণময়।

সহজ ছড়া, প্রাসঙ্গিক তথ্য ও রঙিন ছবিতে পাখির কথা বলতে চেয়েছি। চেনাতে চেয়েছি পাখির মুলুক। শিশু ও কিশোর তাদের চিনবে, জানবে, ভালোবাসতে শিখবে--- এরচেয়ে ভালো কথা আর কী?

পা খি র  মু লু ক ৫১

শিকরে বাজ

রেহান কৌশিক

 

ছোঁ মেরে তুই শিকার ধরিস শূন্যে উড়ে এসে

পশুপাখি দেখে তোকে আততায়ীর বেশে!

 

সাহস আছে বলেই কি তুই দিবি অমন হানা?

সবাই থাকে ভয়ে ভয়ে, লুকোয় তাদের ছানা।

 

নীলচে-ধূসর আভার পালক সারা শরীর জুড়ে

বুকে-পেটে এবং গলায় কালো রংয়ের ডুরে।

 

উঁচু ডালে বাঁধিস বাসা, মস্ত বড়ো গাছে

ভয়-ধরানো দৃষ্টি ব'লেই কেউ ঘেঁসে না কাছে।

 

# ইংরেজি নাম # Shikra

# হিন্দি নাম # শিকরা (পুরুষ), চিপকা (স্ত্রী)

# বিজ্ঞানসন্মত নাম # Accipiter badius

# অন্যান্য জ্ঞাতি # Chinese Goshawk, Eurasian Sparrowhawk

# বাজ পাখির গোষ্ঠীকে সাধারণত দুইভাগে ভাগ করা হয়--- হক এবং ফ্যালকন। শিকরে বাজ হক শ্রেণীর অন্তর্ভূক্ত। আকাশের বুকে ডানা সঞ্চালন না-করেও অদ্ভুত কৌশলে এরা ভেসে বেড়াতে পারে। বসে থাকা অবস্থায় 'পিইই উইই, পিইই উইই' স্বরে ডাকে। কিন্তু ওড়ার সময় 'কিক কি, কিক কি' শব্দে ডাকে। ইঁদুর, কাঠবেড়ালি, ছোটোখাটো পাখি, গিরগিটি ইত্যাদি খায়। সাদারণত বড়ো গাছের মগডালে বাসা বানায়। খুব সুন্দর বাসা এরা বানাতে পারে না। কাঠকুটো জড়ো করে, তাতে শুকনো পাতা, গাছগাছালির শিকড়বাকড় বিছিয়ে বাসা বানায়।    

# ডিম পাড়ার প্রতিটি পর্যায়ে তিন থেকে চারটি ডিম পাড়ে। রং ফিকে নীলাভ-সাদা। তাতে ধূসর ছিটে লক্ষ্য করা যায়।

# এদের দেখা মেলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে।

(চলবে..)

Mailing List