বাস্তবের দুর্গা এবার পুজোর মন্ডপে, বাগুইআটির বন্ধুমহল ক্লাবের পুজোর থিম এবার ‘ভাগাড়ের মা’ পাপিয়া

বাস্তবের দুর্গা এবার পুজোর মন্ডপে, বাগুইআটির বন্ধুমহল ক্লাবের পুজোর থিম এবার ‘ভাগাড়ের মা’ পাপিয়া
27 Sep 2022, 01:00 PM

বাস্তবের দুর্গা এবার পুজোর মন্ডপে, বাগুইআটির বন্ধুমহল ক্লাবের পুজোর থিম এবার ‘ভাগাড়ের মা’ পাপিয়া

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বাগুইআটিঃ কথায় বলে, যার কেউ নেই, তার ভগবান আছে। আর এখানে ভগবান হলেন ‘ভাগাড়ের মা’ পাপিয়া রায়।

নদিয়ার অজ পাড়া গাঁয়ের সামান্য গৃহবধূ পাপিয়া রায়। কর্মগুনে তিনি অসামান্যা। কারণ, রাস্তায় কোনও বাচ্চা পড়ে রয়েছে দেখলে ছুটে গিয়ে কোলে তুলে নেন। আদর করেন। যত্নে খাওয়ান। অবহেলায় কোনও বৃদ্ধা স্টেশনে পড়ে রয়েছে শুনলে ছুটে যান। স্নেহমাখা হাতে তাঁকেও খাইয়ে দেন। বাঁচার স্বপ্ন দেখান। জাত ধর্ম বিচার না করে এভাবেই ছুটে যান পাপিয়া। তাই তাঁকে সকলে নাম দিয়েছেন ‘ভাগাড়ের মা’। কারণ, তাঁর কাছে কোনও বাছবিচার নেই। মানুষের সেবায় পরম ধর্ম।  

পথে ফেলে দেওয়া অগুনতি শিশু, বৃদ্ধ, বৃদ্ধার যিনি ত্রাতা। যাদের কাছে তিনি মা অন্নপূর্ণা। সভ্যসমাজ যাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়, সেই ছোট ছোট শিশুদের জীবন পথের কান্ডারী তিনি। দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য দেবীদূর্গারকে আবাহন করেছিলেন দেবতারা। বাস্তবের পাপিয়াও যেন আজ এযুগের দূর্গা। স্নেহের পরশে আগলে রেখেছেন তার ভাগাড়ের সন্তানদের। তাই আজ তিনি ভাগাড়ের মা। তার জীবন কাহিনি নিয়েই তৈরি হচ্ছে বাগুইআটির বন্ধুমহল ক্লাবের সম্পূর্ণ মন্ডপ।

পাপিয়া দেবী যে স্টেশনে বসে তাঁর সন্তানদের দেখভাল করেন সেই স্টেশনটিই থাকছে মণ্ডপসজ্জায়। থাকছে তাঁর কাজের আরও কয়েকটি স্থান। শিল্পী সম্রাট ভট্টাচার্যের ভাবনায় মন্ডপ জুড়ে থাকছে প্লাটফর্ম, ট্রেন, ওভারব্রিজ, রেল লাইন। থাকছেন পাপিয়া দেবী ও তাঁর ভাগাড়ের সন্তানদের মডেল। স্টেশনের আদলেই তৈরি হচ্ছে মন্ডপ। মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই থাকছে কুনাল পাঠকের অভিনব আলোকসজ্জা। থাকছে অনিল কুমার মোদকের তৈরি কাঠের প্রতিমা। প্রতিমার থাকবে মৃন্ময়ী রূপ। বন্ধুমহল ক্লাবের ৪২ তম বর্ষের এই ব্যাতিক্রমী ভাবনার মূল কান্ডারী ক্লাবের সম্পাদক তথা রাজারহাট গোপালপুর বিধানসভা ক্ষেত্রের যুব তৃণমূলের সভাপতি পার্থ সরকার। তাঁর দাবি, সবমিলিয়ে তাঁদের এই মন্ডপসজ্জা দর্শনার্থীদের মন ও নজর কাড়বে।

Mailing List