ravichandran-ashwin টেস্ট ক্রিকেট দুটি নয়া রেকর্ড রবিচন্দ্রন অশ্বিনের, ছুঁয়ে ফেললেন রিচার্ড হেডলিকে

ravichandran-ashwin টেস্ট ক্রিকেট দুটি নয়া রেকর্ড রবিচন্দ্রন অশ্বিনের, ছুঁয়ে ফেললেন রিচার্ড হেডলিকে
05 Dec 2021, 09:00 PM

টেস্ট ক্রিকেট দুটি নয়া রেকর্ড রবিচন্দ্রন অশ্বিনের, ছুঁয়ে ফেললেন রিচার্ড হেডলিকে

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: চলতি বছরে টেস্ট ক্রিকেটে দু’টি নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। একটি হল, টেস্ট ক্রিকেটে বছরের সর্বোচ্চ উইকেট দখল। আর অন্যটি হল ভারত বনাম নিউজিল্যান্ট টেস্ট ম্যাচে সর্বোচ্চ উইকেটের অধিকারী।

 

চলতি নিউজিল্যান্ড-ভারত টেস্ট ম্যাচেই এই রেকর্ড গড়েন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন। তাতেই চলতি বছরে টেস্ট ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা হল ৫০টি। চলতি বছর অর্থাৎ ২০২১ সালের টেস্ট ম্যাচে এতগুলি উইকেট এখনও কেউ পাননি। পাকিস্তানের আফ্রিদির রয়েছে ৪৪টি উইকেট। আর পাক ক্রিকেটার হাসান আলির রয়েছে ৩৯টি উইকেট। সেদিক দিয়ে প্রথমে অশ্বিন।

 

এবার আসা যাক ভারত-নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে। এখন পর্যন্ত দু’টি দেশের মধ্যে যত টেস্ট ম্যাচ হয়েছে তার নিরিখে সবার আগে ছিলেন রিচার্ড হেডলি। তিনি ২৪টি ইনিংস খেলে ৬৫ উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের সঙ্গে ১৭ ইনিংস খেলেই ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই ৬৫ উইকেটে পেয়ে গিয়েছেন। এখনও আগামিকাল এই ইনিংসের খেলা বাকি। তার আগেই হেডলিকে ছুঁয়ে ফেললেন অশ্বিন।

 

ads

Mailing List