দিল্লিতে ধরনায় রেশন ডিলাররা, মঙ্গলবার থেকে ভোগান্তির মুখে পড়তে চলেছেন রেশন গ্রাহকরা

দিল্লিতে ধরনায় রেশন ডিলাররা, মঙ্গলবার থেকে ভোগান্তির মুখে পড়তে চলেছেন রেশন গ্রাহকরা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের ভোগান্তিতে পড়তে চলেছেন রাজ্যের রেশন গ্রাহকরা। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বুধবার, ২২ মার্চ দিল্লিতে অবস্থান আন্দোলনের কর্মসূচি নিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। ওই আন্দোলনে অংশ নিতেই রাজ্যের বহু রেশন ডিলার দিল্লি রওয়ানা হয়েছেন। এর জেরে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন রাজ্যের রেশন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফল ভুগতে হবে সাধারণ রেশন গ্রাহকদের।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ইতিমধ্যেই খাদ্য দফতরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকীকে চিঠি দিয়ে এই তিনদিন রেশন পরিষেবা বন্ধ রাখার আবেদন জানিয়েছে। কিন্তু তাঁদের চিঠির জবাবে খাদ্য দফতরের তরফে অবশ্য রবিবার পর্যন্ত এ নিয়ে কিছুই বলা হয়নি। বন্ধ রাখার কোনও নির্দেশিকা জারি হয়নি বলেই খবর। রেশন ডিলারদের সংগঠন অবশ্য দাবি করেছে, তিনদিন দোকান বন্ধ থাকলেও গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। কারণ, বর্তমান ব্যবস্থায় এখন একদিনেই পুরো মাসের খাদ্যসামগ্রী গ্রাহকদের দিয়ে দেওয়া হয়। অধিকাংশ গ্রাহক ইতিমধ্যে তা সংগ্রহ করেও নিয়েছেন। যাঁরা এখনও নেননি তারা শুক্রবার থেকে তা সংগ্রহ করতে পারবেন। ফলে খাদ্য সামগ্রী না পাওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই দাবি করেছেন ডিলাররা। বাস্তব অবস্থা বলছে, আজ, সোমবার রেশন দোকানে সাপ্তাহিক ছুটি থাকে। ফলে চলতি সপ্তাহে শুক্রবারের আগে অনেক রেশন গ্রাহক খাদ্যসামগ্রী নাও পেতে পারেন। রাজ্যে প্রায় ২১ হাজার রেশন দোকান আছে। ফেডারেশনের শীর্ষনেতা বিশ্বম্ভর বসু দাবি করেছেন, প্রায় ১৭ হাজার রেশন গ্রাহক এ রাজ্য থেকে দিল্লি যাবেন। যাঁরা দিল্লি যাচ্ছেন না, তাঁদেরও এই দিনগুলিতে পরিষেবা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়।


