রানীগঞ্জও যোশীমঠের মতো ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে!

রানীগঞ্জও যোশীমঠের মতো ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে!
18 Jan 2023, 10:15 AM

রানীগঞ্জও যোশীমঠের মতো ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে!

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যের কয়লা শহর রানীগঞ্জের অবস্থা যোশী মঠের মতো। সেখানে ধস নামলে প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন? ‌না, সাধারণ কেউ নন। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ১০ বছর ধরে কেন্দ্রের কাছে সেখানকার পরিস্থিতি জানিয়ে দরবার করা হয়েছে। কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না সেখানে ধস নামলে যে কোন সময় কোরিয়া মানুষ প্রাণ হারাতে পারেন। তখন এর দায় নেবে কে?

 মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি জোশীমঠে। আগে বন্দোবস্ত করলে এই দিন দেখতে হত না। একই অবস্থা রানিগঞ্জে। গত ১০ বছর ধরে এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা লড়াই করছি। যে টাকা দেওয়ার কথা ছিল, কিছুই দেয়নি। ধস নামলে ২০ হাজার মানুষ মরে যেতে পারে যদি আমরা ঘর না বানিয়ে দিই। আজ পর্যন্ত টাকা দিল না। আমাদের যা ছিল তা দিয়েই বানিয়েছিল। কিন্তু আরও টাকা লাগবে। অন্তত ৩০ হাজার মানুষ উপকৃত হতে পারেন। ইসিএল জমি নিয়ে রেখেছে, কিন্তু টাকা দিচ্ছে না। পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া যাচ্ছে না।' তাঁর দাবি, রাজ্য সরকারের কাছে যতটুকু যা অর্থ ছিল তা দিয়ে কিছু বাড়ি বানিয়ে দেওয়া গিয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কেন্দ্র অর্থ না দেবে, তত ক্ষণ কিছু পুনর্বাসন সম্ভব নয়। আর সেক্ষেত্রে সরু সুতোর উপর ঝুলবে রানিগঞ্জের বাসিন্দাদের ভাগ্য। মুখ্যমন্ত্রীর কথায়, 'এখানেও আমার ধারণা সাধারণ মানুষের কোনও দোষ থাকবে না। যদি কোনও বিপর্যয় হয়, সরকারকেই তার দায় নিতে হবে।'

সম্প্রতি জোশীমঠে ধস এবং ফাটলের জেরে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। সেখানে ভেঙে ফেলতে হয়েছে একাধিক বাড়ি এবং হোটেল। পাহাড়ি ওই এলাকার মতো ধসের দৃশ্য বার বার দেখা গিয়েছে সমতলের রানিগঞ্জেও। মাটির ফাটল থেকে অনেক বার বেরোতে দেখা গিয়েছে ধোঁয়া এবং আগুন। আবার কোথাও কোথাও ধসও নেমেছে।

Mailing List