Ranbir Kapoor: পুজোর ফ্যাশনে লুঙ্গি প্যান্ট, শো’স্টপার রণবীর কাপুর!

Ranbir Kapoor: পুজোর ফ্যাশনে লুঙ্গি প্যান্ট, শো’স্টপার রণবীর কাপুর!
31 Jul 2023, 07:45 PM

Ranbir Kapoor: পুজোর ফ্যাশনে লুঙ্গি প্যান্ট, শো’স্টপার রণবীর কাপুর!

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ পরনে কালো ব্লেজার, কালো লুঙ্গি প্যান্ট, ফ্যাশন ফ্লোর মাতালেন রণবীর কাপুর।
সম্প্রতি ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার আয়োজনে, ডিজাইনার কুনাল রাওয়ালের ‘ধুপ ছাও’ কালেকশনে নজর কাড়লেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। এদিন শো-স্টপার হিসাবে উপস্থিত ছিলেন তিনি। নিজস্ব ভঙ্গীতে র‌্যাম্পে হাঁটলেন, এবং বাজিমাত করলেন তিনি। তাঁর লুঙ্গি-স্টাইলের প্যান্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে। এবার কী তবে পুরুষদের পুজোর ফ্যাশন (Fashion) ট্রেন্ড হবে এমনই!
এই লুঙ্গি প্যান্ট পরে ফ্যাশন প্যারাডে হাঁটার ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের কাছ থেকে অসংখ্য মন্তব্য এবং লাইকে ভরে উঠেছে কমেন্ট বক্স। কিছু লোক এটিকে আকর্ষণীয় বলে জানিয়েছেন।
রণবীরের মত সেজে উঠতে চাইলে আপনারাও পরতে পারেন ‘বন্ধগলা’ কালো ফুল স্লিভ জ্যাকেট। সঙ্গে সিলভার বোতাম এবং সিক্যুইনের কাজ করা ফ্যাব্রিক। কালো লুঙ্গি-এসকিউ প্যান্ট অভিনেতার লুকের ইউএসপি।

Mailing List