কেমন ক্যারি ব্যাগ ব্যবহার করা যাবে, হাতে নমুনা নিয়ে মানুষকে সচেতন করতে পথে নামলেন রানাঘাটের পুরপ্রধান

কেমন ক্যারি ব্যাগ ব্যবহার করা যাবে, হাতে নমুনা নিয়ে মানুষকে সচেতন করতে পথে নামলেন রানাঘাটের পুরপ্রধান
কুহেলি দেবনাথ, রানাঘাট
আগামী ১ জুলাই থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। তাহলে কেমন ব্যাগ ব্যবহার করা যাবে? তা নিয়ে ব্যবসায়ীদের সচেতন করতে পথে নামলো রানাঘাট পুরসভা।
সোমবার রানাঘাট রেল বাজারে রানাঘাট পুরসভা ও রানাঘাট পুলিশ প্রশাসন যৌথভাবে মানুষকে সচেতন করতে নামে। এদিন রানাঘাট রেল বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে প্লাস্টিক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়। প্লাস্টিক বিরোধী এই অভিযানের পুরোভাগে ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দোপাধ্যায়, উপ পুরপ্রধান আনন্দ দে, পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী, রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি সহ পুলিশ আধিকারিকরা। এদিন রানাঘাট রেল বাজার থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু প্লাস্টিকের ক্যারি ব্যাগও।
উল্টোদিক দিয়ে পুলিশ ও পুরসভার কর্মী থেকে পুরপ্রধান –সকলের হাতে ছিল ক্যারি ব্যাগ। যে ক্যারি ব্যাগ ব্যবহার করলে কোনও সমস্যা নেই। সেই ক্যারি ব্যাগ ব্যবসায়ীদের দেখানোর পাশাপাশি তা বিলিও করেন। যাতে সেই নমুনা দেখে তাঁরা পরবর্তীকালে ক্যারি ব্যাগ ব্যবহার করতে পারবেন। পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘১ জুলাই থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিষিদ্ধ হচ্ছে। সে ব্যাপারে মানুষকে সচেতন করতে পথে নেমেছি। নমুনা দেখাচ্ছি, নমুনা দিচ্ছিও। ১ জুলাইয়ের পর সরকারি নির্দেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’



