আমি মরে গেছিলাম / কবিতা

রাকিব রহমানের কবিতা
আমি মরে গেছিলাম
---------------------
আমি বিদ্যুৎপৃষ্ঠ হয়েছিলাম -
আমি মরে গেছিলাম !
মৃত্যু মানুষের একবারই হয়-
আমার তাই পরবর্তীতে আর কোনো মৃত্যু হয়নি !
ঠিক কিভাবে মৃত্যুটা হয়েছিল -শুনতে চাও?
সে এক বিস্ময়কর বিষয় বটে-তা সঠিক বলতে পারবোনা,
তবে শরীরের প্রতিটি তন্ত্রীতে তন্ত্রীতে হঠাৎ বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়েছিল, দৃষ্টির সবটুকু অাঙিনায় -
লাল-নীল -হলুদ নানা রঙ বাতাসে দুলছিল,
মদিরায় স্নাত বোধ-ঝিম ধরে বসে ছিল শুধু -
কথায় কথায় অভিমানী চোখ -বিকেলের জল টইটম্বুর দীঘি-
আমি হাটতে চাচ্ছিলাম -
নরম ঘাস দলিত হবে বলে মৃয়মান ছিল পা,
আমি চিৎকার করতে চাচ্ছিলাম -
মৃদুমন্দ হাওয়ায় ঝড় উঠবে বলে দ্বিধান্বিত ছিল কন্ঠ,
সূর্যের কিরণে লজ্জাবতীর স্পর্শ ছড়িয়ে দিয়েছিল কেউ
রাতের অন্ধকার জড়িয়ে ক্লান্তিহীন ইচ্ছের ঘুণপোকা --
আমি যখন মারা যাচ্ছিলাম -
মনে হচ্ছিল সমস্ত পৃথিবীতে
আমি একা-
কষ্ট পাওয়ার জন্য আমি একা,ভালোবাসা পাওয়ার জন্য আমি একা, কান্নার জন্য আমি একা,
সাহস প্রদর্শনের জন্য আমি একা !
মনে হচ্ছিল, আমি ছাড়া সমস্ত পৃথিবীটাই মূল্যহীন---
দিনরাত্রির প্রয়োজন পিছনে ফেলে
আমি নিষ্প্রয়োজনের পথেই পা বাড়িয়েছিলাম,
স্বাভাবিক অনুগামী নয় -বরং বিপরীত স্রোতেই শুরু করেছিলাম পথচলা -
আমি জানতাম - এ মৃত্যুর পথ
আমি জানতাম - এ পরিবর্তনের পথ
তবু আমি সে পথই নিয়েছিলাম বেছে-
আমি মরে গেছিলাম -----
লেখক রাকিব রহমান বাংলাদেশের একজন কবি এবং গবেষক।

