রক্ত মাংসের মানুষ ছিল / কবিতা

বঙ্গবন্ধু কে নিয়ে লেখা রাকিব রহমানের কবিতা
রক্ত মাংসের মানুষ ছিল
---------------------
রক্ত মাংসের মানুষ ছিল সে,
তবু মাঝে মাঝেই মনে হতো যেন মানুষ নয়-অন্যকিছু,
সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচু ছিল
হাত উর্ধে যখন তর্জনী তুলতো-
অাকাশের মেঘ ঘনীভূত হয়ে বজ্র চমকাতো ।।
রক্ত মাংসের মানুষ ছিল সে
কিন্তু শিরদাঁড়া সিংহের স্পাইনাল কড দিয়ে তৈরী
রয়েল বেঙ্গলের গম্ভীরতা খেলা করতো কন্ঠে
যখন উচ্চারণ করতো -'আর যদি একটা গুলি চলে---'
তখন ডম্বরুতে কেঁপে উঠতো সারাটা দেশ
ছাপান্ন হাজার বর্গমাইল ------
রক্ত মাংসের মানুষ ছিল সে
তবু যাবতীয় ব্যাক্তি স্বার্থের বিপরীতেই শেকড় বাঁধা,
যেকোনো আনন্দ, সুখ, পায়ে মাড়িয়ে নির্লিপ্ত হেঁটে যেতো অন্ধকার বন্দিত্বের আঁধারের দিকে --
রক্ত মাংসের মানুষ ছিল সে
তবু মৃত্যুকে একবিন্দু ভয় করেনি কখনো
অন্যায়কে একবিন্দু বরদাস্ত করেনি কখনো
মনুষ্যত্বহীনতাকে একবিন্দু প্রশ্রয় দেয়নি কখনো --
তবু তার রক্ত সাধারণ মানুষের মত লাল ছিল
যখন ঘাতকের গুলি ঝাঁঝরা করেছিল বুক
তখন তার শরীরের মৃত্যু হয়েছিল বটে---------------
লেখক -- বাংলাদেশের একজন কবি ও গবেষক।

