রাজস্থানের রক্তদন্তিকা মন্দিরে ডাকাতি, সোনা-রুপো গয়না লুট

রাজস্থানের রক্তদন্তিকা মন্দিরে ডাকাতি, সোনা-রুপো গয়না লুট
20 Sep 2023, 07:18 PM

রাজস্থানের রক্তদন্তিকা মন্দিরে ডাকাতি, সোনা-রুপো গয়না লুট

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজস্থানের বুন্দি জেলার রক্তদন্তিকা মন্দির থেকে সোনা ও রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে একদল ডাকাত। একইসঙ্গে মন্দিরের ছত্রও নিয়ে গেছে ডাকাতের দল। ডাকাতির সময় বাধা দিতে এসেছিলেন মন্দিরের পুরোহিত ও এক স্থানীয় ব‌্যক্তি। তাদের মারধর করে যাবতীয় সম্পদ নিয়ে পালিয়ে যায় ডাকাতের দল। হিন্দোলি থানার অন্তর্গত সাতুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, দেবতার উদ্দেশে দেওয়া প্রায় ৮০ গ্রাম সোনা এবং ১২ কেজি রুপোর অলংকার, একটি সুসজ্জিত ছত্র সহ বেশকিছু মূল‌্যবান সামগ্রী ডাকাতরা নিয়ে গেছে। বুন্দির এসপি জয় যাদব জানিয়েছেন, ‘‘ডাকাতি রুখতে তিন ব‌্যক্তি এগিয়ে এসেছিলেন। তাঁদের বেধড়ক মারধর করে ডাকাতের দল। এঁদের মধ‌্যে একজন গুরুতর আহত অবস্থায় কোটায় স্থানান্তরিত করা হয়েছে উচ্চতর চিকিৎসার জন‌্য। বাকি দু’জনকে বুন্দি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’ এখনও পর্যন্ত কোনও ব‌্যক্তি ধরা পড়েনি এই ঘটনায়। পুলিশ জানাচ্ছে, তদন্ত চলছে। তারা আরও জানিয়েছে, ডাকাতরা মই দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করে। তারপর মন্দিরে থাকা ব‌্যক্তিদের উপর চড়াও হয়। অভিযুক্তদের খুঁজে বার করতে এসপির নেতৃত্বাধীন একটি বিশেষ পুলিশি দল গঠন করা হয়েছে। জাতীয় মহাসড়ক-৫২-এর থেকে কয়েক কিমি দূরে এই সাতুর গ্রাম অবস্থিত। এই রক্তদন্তিকা মন্দির শক্তিপীঠগুলির মধ‌্যে অন‌্যতম পীঠ বলে ভক্তরা মনে করেন।

Mailing List